শিরোনাম

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ফের পাথর নিক্ষেপ


।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আবারও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এর ফলে ট্রেনের জানালার কাঁচ ফেটে যায়। ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর। তবে ট্রেনে থাকা যাত্রীদের কেউ আহত হননি। এ ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার ট্রেনে পাথর ছোড়া হয়েছিল।

বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয় পুলিশকেও সতর্ক করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

গত আগস্ট মাসেও বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ে এক যুবক। এতে বন্দে ভারতের জানলার কাচ ভেঙে যায়। ট্রেনটি যখন বানমোর স্টেশনের পাশে ছিল, তখনই নাকি সেটিকে লক্ষ্য করে এই পাথর ছোঁড়ে সেই যুবকটি। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য এই ঘটনায় অভিযুক্ত যুবককে চিহ্নিত করা হয়। গ্রেপ্তারও করা হয় সেই যুবককে।

উল্লেখ্য, বন্দে ভারতে এক একটি জানালার কাচের দাম প্রায় ১ লাখ টাকা করে। দেশটি রেলমন্ত্রী জানিয়েছিলেন, বন্দে ভারতের কাচ ভাঙার ঘটনায় রেলের মোট ক্ষতি হয়েছে ৫৫.৬০ লাখ টাকার। এদিকে ভবিষ্যতে যাতে এই ধরনের পাথর ছোঁড়ার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে ‘অপারেশন সাথী’ কার্যকর করা হচ্ছে।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।