সৈয়দপুরে রেলওয়ে কারখানার চোরাই লোহার মালামাল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ভোরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিজলী মোড় থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালর মূল্য প্রায় ৮ লাখ টাকা। অভিযোগ উঠেছে কারখানার অভ্যন্তরে একটি চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে লোহা চুরি করে বাইরে পাচার করছে।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, ভোরে গোপন সংবাদে অভিযান চালিয়ৈ পাচারের সময় বিজলী মোড়ে একটি ভ্যান থেকে রেলওয়ে কারখানার চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে ফিস প্লেট ২০০ পিস, নাট ২০০ পিস, পিতলের বুশ ২০০ পিস, ডকপিন ১০০ পিস ও লক ১০০ পিস। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সুত্র:জনকন্ঠ,ডিসেম্বর ২৫, ২০১৭
Related posts:
ভাঙ্গা-পায়রা বন্দর রেলপথ নির্মাণে অস্বাভাবিক ব্যয় প্রস্তাব
ট্রেনের ৭২০ টাকার টিকিট বিক্রি ১৮০০!
ট্রেনের টিটিই কে মারধরের কারণে কোনো ট্রেন থামছেনা পীরগঞ্জ স্টেশনে
আমদানিকৃত ট্রেনের কোচ কেনায় কারসাজি
ঢাকা-চট্টগ্রাম রেলপথ : ট্রেনের গন্তব্যে পৌঁছার সময় ৪৫ মিনিট বাড়ছে
অবহেলায় ১৩৭ বছর
রেললাইনে পানি ওঠায় বগুড়া-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
কুড়িগ্রাম এক্সপ্রেস শুরুতেই বিলম্বে