শিরোনাম

সৈয়দপুরে রেল কারখানার ৮ লাখ টাকার চোরাই লোহা উদ্ধার

সৈয়দপুরে রেল কারখানার ৮ লাখ টাকার চোরাই লোহা উদ্ধার

সৈয়দপুরে রেলওয়ে কারখানার চোরাই লোহার মালামাল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ভোরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিজলী মোড় থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালর মূল্য প্রায় ৮ লাখ টাকা। অভিযোগ উঠেছে কারখানার অভ্যন্তরে একটি চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে লোহা চুরি করে বাইরে পাচার করছে।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, ভোরে গোপন সংবাদে অভিযান চালিয়ৈ পাচারের সময় বিজলী মোড়ে একটি ভ্যান থেকে রেলওয়ে কারখানার চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে ফিস প্লেট ২০০ পিস, নাট ২০০ পিস, পিতলের বুশ ২০০ পিস, ডকপিন ১০০ পিস ও লক ১০০ পিস। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সুত্র:জনকন্ঠ,ডিসেম্বর ২৫, ২০১৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.