উপজেলার ভাঙ্গুড়া স্টেশনে রেলের তিনটি ওয়াগন দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে। ইতোমধ্যে এর হুজ পাইপ, ব্রাশ, ব্রেক, লক প্রভৃতি চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া ওয়াগনগুলো জঙ্গলের মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভাঙ্গুড়া স্টেশনের সহকারী মাস্টার নজরুল ইসলাম বকুল বলেন, গত বছর জরুরি প্রয়োজনে এখানে ওয়াগনগুলো রাখা হয়। কিন্তু পরবর্তীতে সেগুলো আর নেওয়া হয়নি। এ ব্যাপারে রেলের পাকশি বিভাগের ডিআরএমও অসিম কুমার তালুকদারকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।
সুত্র:ইত্তেফাক,২৭ ডিসেম্বর, ২০১৭
Related posts:
টিকিট পেলেন না শিক্ষক, সব টিকিট এসিল্যান্ড স্যারের
রেলে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা নেই
ঝুঁকির মধ্যেই কাজ করছেন রেলের গেটকিপাররা
বেসরকারি খাতে রেলের নিম্নমানের কোচ মেরামত
যমুনা রেল সেতুর জমি নিয়ে জটিলতার মুখে রেলওয়ে
যেমন চলছে ট্রেনের নারীদের কামরা
স্লিপার ভাঙা, ঝুঁকি নিয়ে চলছে ২৪ ট্রেন
রেলের শীর্ষস্থানীয়দের দুর্নীতি