শিরোনাম

বিনা টিকেটে রেল ভ্রমন পার্বতীপুরে সাড়ে ১২শ’ যাত্রীর জরিমানা

বিনা টিকেটে রেল ভ্রমন পার্বতীপুরে সাড়ে ১২শ’ যাত্রীর জরিমানা

নিউজ ডেস্ক:   বিনা টিকেটে রেল ভ্রমনের প্রবনতা রুখতে বিশেষ অভিযান চালিয়ে বিনা টিকেটে রেল ভ্রমনের দায়ে পার্বতীপুর রেলওয়ে জংশনে ১২শ’ ৫০ জন যাত্রীর জরিমানা করা হয়েছে। এসময় ভাড়া সহ তাদের কাছ থেকে ১ লাখ ৮৮ হাজার ৪৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রেলওয়ের এটিএস(টিসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও রেলওয়ের পাকশী বিভাগের ডিআরএম অসিম কুমার তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন ধরে পরিচালিত অভিযানে রেলওয়ের চেকিং স্টাফ সহ আইন শৃংখলা বাহীনির সদস্যরা যোগ দেন।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধান কাটতে শ্রমিকেরা দেশের উত্তরের জেলা গুলো থেকে দক্ষিনের জেলা গুলোতে দল বেধে বিভিন্ন ট্রেনে যাচ্ছে। ফলে ট্রেনে প্রতিদিনে উপচে পড়া ভীড় লেগেই আছে। মূলত এই সব শ্রমিকদের বিনা টিকিটে যাতায়াতের প্রবনতা প্রতিরোধে রেলওয়ের কর্মকর্তাদের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এই অভিযানের নেতৃত্বদানকারী রেলওয়ের এটিএস (টিসি) মোস্তাফিজুর রহমান জানান, বিনা টিকিটে যাত্রী ধরতে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

সুত্র:journal bd.com


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.