শিরোনাম

পাহাড়তলী রেলওয়ে কারখানায় আগুন, অসুস্থ ১৮

পাহাড়তলী রেলওয়ে কারখানায় আগুন, অসুস্থ ১৮

নগরের পাহাড়তলী রেলওয়ে কারখানায় অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় ১৮ জন কর্মচারী অসুস্থ হয়েছেন। রেলের ব্রুড শিট কাটতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার স্টেশন।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. ইব্রাহিম (২৭), মো. রায়হান (২৪), মো. জামাল (৩২), সাইফুল রাসেল (২৬), রিপন ফরিদুল (২৭), মাহবুব আলম (৫৬) এবং কবির আহমেদ।

অগ্নিকাণ্ডে অসুস্থ শ্রমিককে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছবি: উজ্জ্বল ধরআগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) দিদারুল আলম বাংলানিউজকে জানান, রেলের ব্রুট শিট কাটতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে রেলের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অক্সিজেন সংকটে পড়ে ১৮ জন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, ১৩ জনকে রেলওয়ে হাসপাতাল এবং ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চমেক হাসপাতালে প্রথমে ৫ জন ও পরে ২ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ দগ্ধ হননি। অক্সিজেন সংকটে পড়ে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্ম-ব্যবস্থাপক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ওয়েল্ডিং মেশিন দিয়ে রেলের ব্রুড শিট কাটতে গিয়ে আগুন ধরে যায়। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর সময় ধোঁয়ার কারণে অক্সিজেন সংকটে পড়ে কয়েকজন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ২০১৯-০৩-২৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.