নিউজ ডেস্ক:
ট্রেনের ইঞ্জিনে যাত্রী চলাচল নিষিদ্ধ থাকলেও ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া লাইনে ইঞ্জিনে যাত্রী চলাচল এখন স্বাভাবিক। রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারে নির্বিকার বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। ময়মনসিংহ রেল স্টেশন থেকে প্রতিদিন চারটি ট্রেন এবং ঢাকা থেকে জারিয়া পর্যন্ত একটি কমিউটার ট্রেন চলাচল করে। কিন্তু প্রতিটি ট্রেনের ইঞ্জিনের সম্মুখভাগে যাত্রীরা মালামাল নিয়ে অবাধে চলাচল করছে।
যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও ইঞ্জিনে যাত্রী চলাচল বন্ধ করা হচ্ছে না। ট্রেনে গার্ড থাকা সত্ত্বেও ইঞ্জিনে যাত্রী বসা বন্ধ করছেন না। এমনকি ট্রেনের চালকও কোনো ভূমিকা নিচ্ছেন না বলে অভিযোগ করা হচ্ছে। তারা ইঞ্জিনে চলাচলকারী যাত্রীদের নিকট থেকে কিছু কামাই করেন বলে বলা হয়ে থাকে। এ ব্যাপারে স্টেশন মাস্টারদের সঙ্গে কথা বললে তারা বলেন, এজন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। সেটা তারাই দেখবেন। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইঞ্জিনে যাত্রী চলাচল সহজেই বন্ধ হতে পারে বলে তারা মন্তব্য করেন। স্থানীয় সুধীমহলের মতে, দুর্ঘটনা এড়াতে ট্রেনের ইঞ্জিনে যাত্রী চলাচল বন্ধ করার জন্য রেল কর্তৃপক্ষের ত্বরিত ব্যবস্থা নেওয়া উচিত।
সুত্র:ইত্তেফাক