নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের একটি গাড়ি লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
জামতৈল রেল স্টেশন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু রেল স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার প্রায় ৫শ’ মিটার দূরে গিয়ে ট্রেনটির পিছনে থেকে ৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়
এ সময় জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান বলেন, মালবাহী ট্রেনটি ছাড়ার কয়েক মিনিট পরেই পেছনের দিক থেকে ৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জানা যায় লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।
সুত্র:বিডি মরনিং.কম, ৩ ডিসেম্বর ২০১৮