শিরোনাম

টাঙ্গাইলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার দিনগত রাত ৩টার দিকে পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা।

তিনি বলেন, ঢাকা থেকে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন পার হওয়ার পরপরই পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে লাইনচ্যুত হয়।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান নুরুল হুদা।

 

সুত্র:যুগান্তর, ০৬ এপ্রিল, ২০১৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.