নিউজ ডেস্ক: চট্টগ্রামে রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনা দেখে দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তারা হলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।রেলওয়ে কর্মকর্তারা জানান, চট্টগ্রাম রেলওয়ের নতুন স্টেশনে পরিচ্ছন্নতার কাজ তদারকির দায়িত্ব বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিএমও) শামস মো. তুষারের নয়। তিনি চট্টগ্রাম পুরনো স্টেশন তদারকির দায়িত্বে আছেন।
গতকাল পুরনো রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন রেলমন্ত্রী। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে সেখানে ময়লা আর অব্যবস্থাপনা দেখে রেলমন্ত্রী এ দুই কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল জিএম মুরাদ হোসেন ও প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ।