কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার পোড়াদহ জংশনের রেলক্রসিংয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান ভ‚সম্পত্তি কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আব্দুল মান্নান জানান, পোড়াদহ জংশনে রেলপথে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে জায়গা দখল করে পাকা ইমরাত নির্মাণ করেছেন। গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোর দুই পাশের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ইমরাত নির্মাণ করে। এতে ট্রেন চলাচলের সময় যানবাহন চালকদের নজরে না আসা এবং রেললাইনের ধার দিয়ে যাওয়া-আসা মানুষের ভোগান্তি ছিল নিত্যদিনের। এছাড়া এসব ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফলে হতাহতের শিকার হচ্ছে সাধারণ মানুষ। তাই গতকাল শতাধিক দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বুলড্রোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সুত্র:শেয়ার বিজ