প্রতিদিন অসংখ্য মানুষ কিশোরগঞ্জ থেকে ঢাকায় ট্রেনে যাতায়াত করে। এর কারণ রেলের প্রতি মানুষের আস্থা। কিন্তু সে আস্থায় ভাটা পড়ছে টিকিট সংগ্রহ করতে গিয়ে। এখনকার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। কিছু টিকিট লোকদেখানো বিক্রির পর একটি অংশ চলে যায় কালোবাজারে। তারপর এসব টিকিট চড়া দামে বিক্রি হচ্ছে! প্রায় সময়ই নির্ধারিত সময়ের আগেই কাউন্টারে টিকিট শেষ হয়ে যায়। এই টিকিট কালোবাজারি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. জামিন আহমেদবিজয় ৭১ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
সুত্র:ইত্তেফাক
Related posts:
বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২০ যাত্রীর থেকে ভাড়াসহ জরিমানা আদায়
মির্জাপুরের ৩০ রেলক্রসিং ওভারে গেটম্যান নেই, ঝুঁকিপূর্ণ আরো ৫৯
অপরিকল্পিত ডাবল লাইন ঢাকা-চট্টগ্রাম রেলপথ
দ্বিতীয় দিনেও কাজ করেনি ই-টিকেটিং
নেই যাত্রী ছাউনি টয়লেট টিউবওয়েল বিশ্রামাগার!
সব ট্রেনই ‘লেট এক্সপ্রেস’
লেভেলক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা
রংপুর বিভাগে জোড়াতালি দিয়ে চলছে ৪২টি ট্রেন