নিউজ ডেস্ক: স্টেশন আছে, লাইন আছে, আছে প্ল্যাটফরম কিন্তু নেই যাত্রীদের ট্রেনে উঠার সুবিধা। কারণ স্টপেজের ট্রেন প্ল্যাটফরমসংলগ্ন ১ নম্বর লাইনে প্রবেশ করতে পারে না। দুই দিকের পয়েন্টে দুইটি আট ফুট লম্বা কাঠের স্লিপার গত দুই মাস যাবত ব্যবহারের অযোগ্য হওয়ায় সব ট্রেন ২ নম্বর লাইনের মাধ্যমে চলাচল করছে।
এ কারণে ট্রেনে যাত্রীদের উঠানামা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মহিলা, শিশু ও বৃদ্ধরা উঠানামা করতে অনেক সময় পড়ে যান। এ ছাড়া ঐ অবস্থায় চলাচলে দেরি হওয়ায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। এ নিয়ে প্রায় প্রতিদিনই স্টেশন মাস্টার ও যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা হয়ে থাকে।
স্টেশন সূত্রে জানা যায়, এ যাবত নিয়মমাফিক চিঠিপত্র দিয়ে প্রধান প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, ট্রাফিক বিভাগসহ সব সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও দুই মাসে এই ভোগান্তিতে কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে কয়েক দফা সংশ্লিষ্ট বিভাগসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করে গেলেও এ ব্যাপারে কেউ ভ্রুক্ষেপ করছে না।
সূত্র:ইত্তেফাক,১৮ ডিসেম্বর ২০২১