বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে বা কারনে রেল দূর্ঘটনা ঘটে। এর মধ্যে লেভেলক্রসিং দূর্ঘটনায় প্রায় সকল দেশেই ঘটে থাকে। যার প্রকৃতি ও কারণ মোটামুটি এক। এজন্যই প্রায় ৩০টি দেশ লেভেলক্রসিং দূর্ঘটনা প্রতিরোধে একটি ফোরাম গঠন করেছেন। যারা নানাবিধ কর্মকান্ড , গবেষণালব্ধ জ্ঞান একে অপরের সাথে শেয়ার করে লেভেলক্রসিং দূর্ঘটনা প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করছে।
আর আমরা এক কর্তৃপক্ষ শুধু সাইনবোর্ড দিয়েই দায়িত্ব শেষ করছেন, আর বাকি কর্তৃপক্ষ বিষয়টি কোন তোয়াক্কাই করছি না। অথচ লেভেল ক্রসিং দূর্ঘটনার কারণে এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১২২ জন নিহত হয়েছে। ২০১৭ সালে মৃত্যু হয়েছে ৮১২ জনের। ২০১৬ সালে রেল দুর্ঘটনা ও রেললাইনে কাটা পড়ে মারা যান ৩০৫ জন। ২০১৫ সালে মারা গেছেন ২৯২ জন।
Related posts:
রেলের মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন
ঋণের শর্ত মেনে রেলের ভাড়া বৃদ্ধি কাম্য নয়
যমুনা রেল সেতু কাজ শুরুর আগেই ব্যয় বৃদ্ধি গ্রহণযোগ্য নয়
ঝুঁকিপূর্ণ রেলপথ ও ঈদযাত্রা
বেশি দামে রেল কোচ কেনার ডিপিপি যাচাই করুন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিরস্তের উপায়
বাংলাদেশ রেলওয়েঃ চিন্তার ক্ষেত্র প্রসারিত করুন
রেলের উন্নয়ন: সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সুফল মিলবে না