শিরোনাম

সীতাকুন্ডে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারী নিহত

প্রতীকী ছবি

।। রেল নিউজ ।।
চট্টগ্রামের সীতাকুন্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারী নিহত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেল ষ্টেশনের কাছেই এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে আপলাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রেল ষ্টেশন অতিক্রমকালে অজ্ঞাত এক নারী রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে। ঘটনাস্থলেই অজ্ঞাত এই নারীর মৃত্যু হয়। ফৌজদার হাট জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এই বিষয়ে ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই সোহারাফ হোসেন বলেন, ভাটিয়ারী ইউনিয়নের রেল ষ্টেশনে সকাল সাড়ে ৯টার সময় একটি ট্রেন অতিক্রামকালে এক নারী রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থালেই নিহত হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি।


Comments are closed.