।। নিউজ ডেস্ক ।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩জন আহত হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ হোসাইন (২৯) , মিজানুর রহমান (৩৪) ও এসকান্দার আলী মোল্লা (২৮)। তারা ৩ জনই পুলিশের কনস্টেবল। দুর্ঘটনায় আহতরা হলেন- সাব ইনসপেক্টর সুজন শর্মা, ড্রাইভার সমর চন্দ্র সূত্রধর ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
তিনি জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম দুপুর সোয়া ১২টার দিকে আসামি ধরতে একটি ভ্যানে করে সলিমপুর এসেছিল। আসামির বাড়ি যাওয়ার আগে তারা স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেনকেও সঙ্গে নেন। তাদের গাড়িটি ফকিরহাট বাজার রেললাইনের পশ্চিম থেকে পূর্বের দিকে পার হওয়ার সময় আটকে যায়। একই সময়ে ঢাকা থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি পুলিশের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। সে সময় গাড়িতে থাকা স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন ও ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই পুলিশ কনস্টেবলকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।
ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময়ে সেখানে কর্তব্যরত গেটম্যান দিপু ছিলনা। তার বিরুদ্ধে অধিকাংশ সময় দায়িত্বে অবহেলার অভিযোগ আছে। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
চট্টগ্রামে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, ট্রেনের সঙ্গে সংঘর্ষে পুলিশের ৩ কনস্টেবল নিহত হয়েছে। আর একজন এসআই ও গাড়ির ড্রাইভার আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমরা দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী বলেন, ‘সীতাকুণ্ড থানা পুলিশের পিকআপ ভ্যানটি রেলক্রসিং অতিক্রম করে ফকিরপাড়া এলাকায় যাচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।