।। নিউজ ডেস্ক ।।
খুলনায় যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যাওয়া সারাদেশের সঙ্গে সাময়িকভাবে রেলযোগাযোগে বন্ধ হয়। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার চেষ্টায় পুনরায় সব কিছু স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে যশোরের শেষ সীমান্ত খুলনার ফুলতলা থানাধীন বেজেরডাঙা
জানা যায়, বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার পর থেকে খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। এদিন বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।
যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস যশোরের বেজেরডাঙা এলাকায় পৌছালে একটি বগির ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। অবশেষে ট্রেনের দুর্ঘটনা কবলিত বগিটি ফুলতলা রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং লাইন ক্লিয়ার করা হয়েছে।
তিনি জানান, রাত সাড়ে ৮টার পর থেকে খুলনার সঙ্গে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়েছে। ট্রেনটি পুরাতন হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্রঃ ঢাকা পোস্ট