নিউজ ডেস্ক:
বাংলাদেশ রেলওয়ের ৭৬টি ট্রেন বেসরকারিখাতে পরিচালিত হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘বেসরকারি সংস্থাগুলোর কারণে রেল বিভাগের বদনাম হচ্ছে। বদনাম ঘোচাতে বেসরকারি সংস্থার চুক্তির মেয়াদ শেষ হলে আর নতুন করে চুক্তি করা হবে না। সব ট্রেনই সরকারিভাবে পরিচালিত হবে।’
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘রেলের আগের রূপ ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। চলছে নতুন নতুন নিয়োগ প্রক্রিয়া। তাছারাও রেলের গতিবৃদ্ধি করতে বিদেশ থেকে আনা হচ্ছে নতুন নতুন কোচ। আগামী ১০ বছরের মধ্যে রেলের আমুল পরিবর্তন ঘটবে।’ এক সময় বাংলাদেশ রেলওয়ের চাকরি গর্বের বিষয় ছিল উল্লেখ করে মন্ত্রী সেই সোনালি সময় ফিরিয়ে আনারও আশ্বাস দেন।
দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হাল ধরার পর দেশকে উন্নয়ন শীল দেশে রূপান্তরিত করেছেন। তার নেতৃত্বে আমরা নীজেদের অর্থে পদ্মা সেতু করছি। পদ্মা সেতু তৈরির কারনে আমাদের মনোবল অনেক বেড়েছে। বিশ্ব আজ আমাদের অনুসরণ করে।
এরপর বিকেলে রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন ও জেলা শহরের আজাদী ময়দানে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সুত্র:বণিক বার্তা, এপ্রিল ০৪, ২০১৯