স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জমিতে শাক-সবজি চাষে জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ। ওই নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বিষয়টি জানা যায়।
নোটিশে বলা হয়, ডিআরএম ঢাকা কন্ট্রোলের আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষ করতে বলা হয়েছে। প্রত্যেক স্টেশনের ইনচার্জ নিজ নিজ আওতাধীন পরিত্যক্ত জমিতে শাক-সবজি চাষ করবেন।
উল্লেখ, করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চালু ছিল।
সুত্র:বার্তা২৪.কম, ০৭ মে, ২০২০
Related posts:
বাড়ছে কোচ মেরামত কমছে ভোগান্তি
এডিবির কাছে বড় অঙ্কের ঋণ চায় বাংলাদেশ
রেলসেবা অ্যাপসে যুক্ত হলো কমপ্লেইন ট্যাব
ট্রেনের শিডিউল বিপর্যয়ে সকালের ট্রেন বিকেলে, ভোগান্তিতে যাত্রীরা
বঙ্গবন্ধু রেল জাদুঘর এখন ভৈরব স্টেশনে, ঘুরবে সারাদেশে
বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ উদ্বোধন ২৯ নভেম্বর: রেলপথমন্ত্রী
অবকাঠামো উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য নেই ইঞ্জিন সংখ্যার
টিকিট বিক্রিতে থাকছে না আসন সংরক্ষণ পদ্ধতি