শিরোনাম

রেললাইনে বসে গীটারে গান, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

।। নিউজ ডেস্ক ।।

বাড়ির পাশ দিয়ে চলে গেছে রেললাইন। সেখানে বসে গিটার বাজিয়ে গান করছিলেন ওমর ফারুক (২৮) নামের এক যুবক।
কিন্তু চট্টগ্রামমুখী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মুহূর্তেই থেমে গেছে তার কণ্ঠস্বর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভারব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ওমর ফারুক ফৌজদারহাট কালুশাহ সিপাহি বাড়ির মৃত শাহ আলমের ছেলে। চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সূত্রঃ বাংলা নিউজ ২৪ (অনলাইন)


Comments are closed.