শিরোনাম

রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ


।। রেল নিউজ ।।
জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে জয়পুরহাট রেলওয়ে বিভাগকে খবর দেন।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় ভোরে স্থানীয়রা হাটতে গিয়ে রেললাইনের ওপরে আনুমানিক ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিক তারা স্থানীয় রেল বিভাগকে খবর দেন।

জয়পুরহাট রেলওয়ের জামালগঞ্জে দায়িত্ব পালনকারী গিয়াস উদ্দিন বলেন, আজ (১২ অক্টোবর) কোনো এক ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও ওই যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান গিয়াস উদ্দিন।


Comments are closed.