শিরোনাম

যমজ পুত্রের বাবা হলেন রেলপথমন্ত্রী

যমজ পুত্রের বাবা হলেন রেলপথমন্ত্রী

নিউজ ডেস্ক: জমজ পুত্র সন্তানের বাবা হলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের ৭১তম জন্মদিন। জন্মদিনের ঠিক ষোলদিন আগে এই সুখবরটি এল। এরআগে বিয়ের এক বছর সাত মাসের মাথায় ২০১৬ সালের ২৮ মে প্রথম কন্যা সন্তানের বাবা হন রেলপথমন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ পুত্র সন্তানের জন্ম দেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা। তিনি বলেন, যমজ ছেলে হওয়ায় রেলমন্ত্রী দারুণ খুশি। মা ও দুই ছেলে সবাই সুস্থ আছে। ধর্মীয় রীতি অনুযায়ী পরে তাদের নাম রাখা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মুজিবুল হক। ৬৭ বছর বয়সে এসে এই রাজনীতিবিদের বিয়ের সিদ্ধান্ত ছিল সে বছরের অন্যতম আলোচিত ঘটনা। সে সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, দেখলাম মানুষের জীবনের শেষ বয়সে একজন সঙ্গী দরকার, যাতে পরবর্তী জীবনে নিঃসঙ্গ না থাকতে হয়।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.