শিরোনাম

মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবক বদরুলের

প্রতীকী ছবি

।। রেল নিউজ ।।
রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বদরুল আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৮ নভেম্বর) সকালে রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বদরুল আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামের আবদুস সবুরের ছেলে।

জানা গেছে, রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বদরুল আলমকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


Comments are closed.