নিউজ ডেস্ক:
শনিবার সকালে স্কুল শিক্ষকের সচেতনতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-ঈশ্বরদী রেল লাইনে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার স্টেশনের পূর্বপাশে। ঘটনার দিন স্কুলে যাচ্ছিলেন দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছবুর। এ সময় তার চোখে পড়ে দুটি স্লিপার ভেঙে এক পাশের রেল লাইন অনেকটা নিচু হয়ে আছে। এখানের রেল লাইনটি চলনবিলের মধ্যদিয়ে অতিক্রম করায় ভূমি থেকে রেলের উচ্চতা প্রায় ৩০ ফুট। তাই এই ভাঙা স্থানের উপর ট্রেন চললেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হবে এবং ৩০ ফুট নিচে উল্টে পড়বে। এতে ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। এদিকে যখন তখন চলে আসতে পারে দ্রুতগামী সব আন্তঃনগর ট্রেন।
তাই আব্দুস সবুর সঙ্গে সঙ্গে একজন কৃষকের কাছ থেকে লাল গামছা নিয়ে ওখানে টাঙিয়ে দেন। এরপর ছুটে যান দিলপাশার স্টেশনে। কিন্তু সেখানে রেলের কাউকে না পেয়ে তিনি ফোন দেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মাহবুব-উল-আলমকে। তিনি মেসেজটি দ্রুত পৌঁছে দেন জিআরপি পুলিশ ও লাহিড়ী মোহনপুর স্টেশনে অবস্থানরত খোলা কাগজের সাংবাদিক মানিক হোসেনের কাছে। তিনি তখন স্টেশন মাস্টারের মাধ্যমে মেসেজটি পাঠান রেলের পাকশী বিভাগের ট্রাফিক কন্ট্রোলের কাছে। ফলে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। অপরদিকে খালাসিরা সংস্কার কাজ শুরু করলেও প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর দেড়টা হতে এ রুটে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়েছে।
সুত্র:ইত্তেফাক, ০৬ জানুয়ারি, ২০১৯