।। নিউজ ডেস্ক ।।
রেলপথ মন্ত্রণালয় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনিয়মের ঘটনায় তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তরা হলেন একজন কনস্টেবল, অনবোর্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের এক স্টুয়ার্ড এবং ক্যাটারিং সার্ভিসের ম্যানেজার।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম হঠাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান। পরিদর্শনের সময় ট্রেন ও স্টেশনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনের এক পর্যায়ে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ছয়জন বিনা টিকিটের যাত্রী ধরা পড়েন। যাত্রীদের ভাষ্যমতে, এক কনস্টেবল তাদের অর্থের বিনিময়ে বিনা টিকিটে ভ্রমণের সুযোগ করে দেন। অভিযুক্ত কনস্টেবলকে ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, খাবার গাড়িতে বিনা টিকিটের যাত্রী পাওয়ার পর দায়িত্বরত স্টুয়ার্ড এবং ক্যাটারিং ম্যানেজারকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। রেলের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।