শিরোনাম

পার্বতীপুরে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার


।। রেল নিউজ ।।
দিনাজপুরের পার্বতীপুরে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় আব্দুল ওহাব (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটিকে একটি রহস্যজনক মৃত্যু বলে দাবি করেছেন পরিবারের সদস্য এলাকার লোকজন।

গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়ির টিউবওয়েলের পাশে এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওহাবের ছোট ভাই আবুল হাসান দুলাল জানান, পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালীয়া গ্রামের আব্দুল ওয়াহেদ মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আব্দুল ওহাব (৬৫) দীর্ঘদিন যাবত দ্বিতীয় স্ত্রী নুর জাহান বেগমের সাথেই বসবাস করতেন। মাঝেমধ্যে তার বড় স্ত্রীর বাড়িতে গেলেও সেখানে থাকতেন না তিনি। তবে, চাকুরী জীবনের অবসরের টাকায় কেনা জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত ২য় স্ত্রী নুর জাহান বেগম ও তার ভাইদের সাথে ওহাবের বিরোধ চলে আসছিলো।
এরই জেরে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন বলে তার ধারণা। সরেজমিনে গিয়ে জানা যায় ভিন্ন ভিন্ন তথ্য। অনেকেই আবার এটাকে রহস্যজনক মৃত্যু বলে দাবি করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জোবায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


Comments are closed.