।। নিউজ ডেস্ক ।।
টানা মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জের রেল লাইনের বেশ কিছু অংশ। ফলে ঝুঁকি নিয়েই ট্রেন চলাচল করছে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা না ঘটলেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়নি। যাত্রীদের চাহিদা বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতি স্বাভাবিকের চেয়ে অনেক কমিয়ে ট্রেন সচল রেখেছে নারায়ণগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (০৬ আগস্ট) রাত থেকে ভারি বর্ষণের কারণে সোমবার (০৭ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সেই সাথে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের কিছু অংশ পানির নিচে ডুবে যায়। বিশেষ করে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত অনেকাংশই পানির নিচে তলিয়ে আছে।
বিকেলে চাষাঢ়া স্টেশন মাস্টার মো. খাজা সুজন সময় সংবাদকে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের কয়েক জায়গায় পানি উঠেছে। এসব স্থানে রেললাইন পানিতে তলিয়ে গেলেও এখন পর্যন্ত ট্রেন চলাচল সচল রয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি। সকাল থেকে দিনভর বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা আজকে কিছুটা কম।
তিনি আরও বলেন, সকালে এ অবস্থা সৃষ্টি হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। যাত্রীদের সেবার বিষয়টি গুরুত্ব দিয়ে গতি কমিয়ে ট্রেন চালু রাখতে কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত শিডিউল অনুযায়ী ট্রেন চলছে।
তিনি বলেন, স্বাভাবিক সময়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে থাকে। এই পরিস্থিতির কারণে আজ গতি কমিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। সেইসঙ্গে রেললাইন থেকে পানি নিষ্কাশনের কাজও চলছে। তবে দুপুর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বিকেলের দিকে ট্রেন লাইনে জমে থাকা পানি কমতে শুরু করেছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা কম।
সূত্রঃ সময় নিউজ