নিউজ ডেস্ক: আন্তঃনগর ট্রেনগুলোতে আরো বেশি যাত্রী পরিবহন করতে দ্বিতল ট্রেন চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রাজধানী ঢাকার চারদিকে সার্কুলার ট্রেন প্রকল্প বাস্তবায়নের সময়ও সেখানে দ্বিতল ট্রেন চালু করার সুপারিশ করা হয়। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, রেলের দুর্ঘটনার পর দুর্যোগ মোকাবেলায় মাল্টিপারপাস হেভি ক্রেন সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া রেলের দুর্যোগ মোকাবেলার জন্য ‘লোকোমোটিভ, রিলিফ ক্রেন ও লোকো সিমুলেটর সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি মিটারগেজ ও দুটি ব্রডগেজ রিলিফ ক্রেন সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।
বৈঠকে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়েতে অল্প দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের জন্য প্রিপেইড কার্ড সিস্টেম চালু করতে ছয় মাসের পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে রেলওয়েকে আধুনিকায়ন করার লক্ষ্যে ভবিষ্যতে বড় আকারে প্রিপেইড কার্ড সিস্টেম চালু করার পরিকল্পনার কথা জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। সভায় কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রাণী অংশগ্রহণ করেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র:বণিক বার্তা, অক্টোবর ১০, ২০১৮