শিরোনাম

দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে: মুজিবুল হক

দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে: মুজিবুল হক

মঙ্গলবার ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘রেলপথ মন্ত্রণালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ- ২০১৮’ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। তার পরিকল্পনায় রেলে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। ইলেকট্রিক ট্রেন চালুর পাশাপাশি দ্রুতগতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। পদ্মা সেতু রেল লিংক স্থাপন কাজ দ্রুত এগিয়ে চলছে। যমুনা নদীতে রেলব্রিজ নির্মাণ কাজ শুরু হচ্ছে। ‘সব জেলায় রেলপথ যাবে, জনগণ সেবা পাবে’ শ্লোগানে কাজ করছে সরকার।

রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম।

এর আগে মন্ত্রী এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সুত্র:ইত্তেফাক, ০৪ ডিসেম্বর, ২০১৮


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.