শিরোনাম

দেশের অর্থনৈতিক উন্নয়নে রেলের ভূমিকা অপরিসীম

দেশের অর্থনৈতিক উন্নয়নে রেলের ভূমিকা অপরিসীম

নিউজ ডেস্ক:  রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলওয়ে সাধারণ মানুষের বাহন। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণে বিশ্বের প্রতিটি দেশের সাধারণ মানুুষের আস্থা অর্জন করেছে রেলওয়ে। রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা প্রতিযোগিতামূলক বাহন হিসেবে বিশ্বে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে রেলওয়ে বিরাট ভূমিকা পালন করছে। আর রেলওয়ে বড় সম্পদ সৈয়দপুর রেলওয়ে কানখানা। সে ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ওয়াগন, কোচসহ রেলওয়ের যাবতীয় সক্ষমতা রয়েছে।’

রেলমন্ত্রী গতকাল মঙ্গলবার দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে প্রথম রেলওয়ের জন্য পৃথক রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। তিনি বর্তমানে যেভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে রেলওয়ের উন্নয়নেও বিশেষ নজর দিয়েছেন। রেলওয়েকে মৃত প্রতিষ্ঠান থেকে বর্তমানে ভালো অবস্থায় নিয়ে এসেছেন। তারপরও বর্তমানে রেলওয়ে পরিবহনে অনেক ঘাটতি রয়েছে।’

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী শূন্যপদে লোকবল নিয়োগ দিয়ে রেলওয়ের সক্ষমতা আরও বাড়ানো হবে। স্টেশন মাস্টারের সংকটের কারণে বন্ধ থাকা প্রায় ১০০টি স্টেশন অচিরেই চালু করা হবে। এতে দেশের সাধারণ মানুষ রেলওয়েকে ব্যবহার করতে পারবেন। রেলওয়েকে পর্যায়ক্রমে মানুষের আকাক্সক্ষা পূরণের মতো বাহন হিসেবে গড়ে তোলা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে রেলওয়েকে সচল করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।’

এ সময় আহসান আদেলুর রহমান আদেল এমপি, রেলওয়ের সচিব মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক মো. সামসুজ্জমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার সহিদুল ইসলাম, পশ্চিমাঞ্চল (রাজশাহী) প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র:শেয়ার বিজ,  


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.