।। রেল নিউজ ।।
চাকরি স্থায়ীকরণের দাবি মানলে আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করার হুমকি দিয়েছেন আন্দোলনরত রেলের অস্থায়ী কর্মচারীরা।
আজ সোমবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দিয়েছেন রেলেওয়ের অস্থায়ী শ্রমিক পরিষদের নেতারা।
তারা বলেন, জনবল সংকটে রেলওয়েতে বিভিন্ন সময় প্রায় ৭ হাজার লোকবল নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে তারা চাকরি করে আসছিলেন। চলতি বছরের জুন মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় জানায়, আগামী বছর জানুয়ারি থেকে আর চাকরিতে বহাল থাকবে না কেউ।
রেল শ্রমিকরা বলেন, এমন ঘোষণা দিয়ে অস্থায়ী শ্রমিকদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হয়। বলা হয় নতুন করে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ দেয়া হবে। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে চাকরি স্থায়ীকরণ ও বেতন-ভাতাসহ ৬ দফা দাবিতে আন্দোলন করছেন অস্থায়ী রেলকর্মীরা।
জানা যায়, সারাদেশের রেল কর্মীরা ঢাকায় এসে বিভাগীয় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল রোববার (১৬ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন অস্থায়ী কর্মচারীরা। বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। আজও করছেন এবং আজকের মধ্যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন… কমলাপুরে রেল শ্রমিকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ সহ ৬ দফা বাস্তবায়নের দাবি