শিরোনাম

ঢাকা-বুড়িমারী বাণিজ্যিকভাবে ট্রেন চালু ১২ মার্চ


।। নিউজ ডেস্ক ।।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা-বুড়িমারী রুটে নতুন ট্রেন সার্ভিস। ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের ট্রেনটির চলাচল শুরু হবে ১২ মার্চ। রেল ভবনে গতকাল বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়নবিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বুড়িমারী এক্সপ্রেস নামের ট্রেনটি চালু করা হচ্ছে। নতুন ট্রেন চালুর জন্য এসি স্লিপার, এসি চেয়ারসহ ১৫টি কোচ সংযুক্ত করে একটি রেক প্রস্তুত করা হয়েছে। ট্রেনটি বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে রংপুরের কাউনিয়া, গাইবান্ধা, বগুড়ার সান্তাহার ও নাটোর হয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে যাবে।

বুড়িমারী এক্সপ্রেস ছাড়াও আগামী জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিনটি ট্রেন চালুর কথা গতকালের কর্মশালায় জানান রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান। তিনি বলেন, ‘‌চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিন জোড়া আন্তঃনগর ট্রেন ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালু করা হবে। এছাড়া ঢাকা থেকে নরসিংদী ও ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কমিউটার ট্রেন দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।’

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘আমরা রেলে যাত্রীসেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদযাত্রা ও টিকিট বিক্রির কার্যক্রম আরও ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একই সঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার আমরা করছি।’

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)। এতে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এটা সত্য। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ রেলওয়ের সবকিছুই খারাপ, এমনটা বলা কিন্তু ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কিন্তু বসে নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলপথমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামীতে রেলকে ভালো অবস্থায় নিয়ে যাব।’


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।