শিরোনাম

ঢাকা-উত্তরের যোগাযোগ বাড়বে: রেলমন্ত্রী

ঢাকা-উত্তরের যোগাযোগ বাড়বে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক:
সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের নুরুল ইসলাম সুজন রেল মন্ত্রীর দায়িত্ব নিয়েই বলেছেন, তিনি ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বাড়াবেন।
গতকাল বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য।
যোগাযোগ ভেঙে রেলপথকে আলাদা মন্ত্রণালয় হিসেবে গঠনের পর গত আট বছর ধরেই তা সামলাচ্ছিলেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক। তবে এবার তাকে নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।

মুজিবুলের আমলে রেলকে টেনে তোলার বহু চেষ্টা করা হয়েছে। নতুন নতুন প্রকল্প পাস হয়েছে। নির্মাণ চলছে নতুন লাইন। ইঞ্জিন, কোচ আমদানি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আরও বেশ কিছু আসছে।

নতুন রেল মন্ত্রী বলেন, ‘আমি উত্তরবঙ্গ থেকে রেলমন্ত্রী হয়েছি। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে রেলকে অগ্রাধিকার ভিত্তিতে গড়ে তুলতে চাই। পুরো রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করা এবং এই সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হবে আমার অন্যতম প্রধান কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, নিষ্ঠার সঙ্গে তা পালন করতে চাই।’

সুত্র:ঢাকা টাইমস, ০৭ জানুয়ারি ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.