।। নিউজ ডেস্ক ।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেন দেখেই রেললাইনের ওপর শুয়ে পড়েন গৌরাঙ্গ চন্দ্র রায় (২৫) নামের এক যুবক। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় রানীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী গ্রামের প্রভাত চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাণীশংকৈল থেকে মোটরসাইকেল নিয়ে পীরগঞ্জ রেলস্টেশনের জগথা করলদীঘি এলাকায় আসেন ওই যুবক। এরপর ট্রেন দেখেই মোটরসাইকেল রেখে রেললাইনে ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ সময় পীরগঞ্জ স্টেশনের জগথা করলদীঘি এলাকায় রেললাইনে গৌরাঙ্গ চন্দ্র রায়কে শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় কাউন্সিলর মাহাফুজ আলম জানান, রাণীশংকৈল থেকে একটি মোটরসাইকেলে করে গোরাঙ্গ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পাশে মোটরসাইকেল রেখে রেললাইনে শুয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, রেল পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করবে।