শিরোনাম

ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ


।। নিউজ ডেস্ক ।।
রংপুরের কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় ট্রেন লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত ট্রেন উদ্ধারের কাজ চলছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর-গাইবান্ধার সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কাউনিয়া রেলওয়ের স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি কাউনিয়া পূর্বে কেবিনের কাছে এসে লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে লালমনিরহাট, কুড়িগ্রামের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক গণমাধ্যমকে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেন কাউনিয়া পূর্বে কেবিনের কাছে এসে লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী ট্রেন ও টিম এসে উদ্ধারের কাজ করছে। আশা করছি খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।