শিরোনাম

ট্রেনের ধাক্কায় যুবক নিহত


।। নিউজ ডেস্ক ।।
রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর কাওলা রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ এখনো নিহতের নাম ও পরিচয় জানতে পারেনি।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এএসআই সানুমং মারমা বলেন, কাওলা রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম ও ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।