শিরোনাম

ট্রেনের ধাক্কায় প্রাণ দিলো শখের ঘোড়া

প্রতীকী ছবি

।। রেল নিউজ ।।
বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় একটি ঘোড়া মারা গেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাড়ুয়ামালা হাটের পূর্বপাশে বাহাদুরপুর গ্রামে যাওয়ার সময় অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল করিম। তিনি শখ করে লালন-পালনের জন্য দুই বছর আগে একটি বাচ্চা ঘোড়া কিনেছিলেন। সেই ঘোড়াটি যথেষ্ট বড় হয়ে গিয়েছিল। বর্তমানে তার দাম প্রায় ৪০ হাজার টাকা।

রেজাউল করিম জানান, প্রতিদিনের মতো বাহাদুরপুর রেল ব্রিজের নিচে ঘাস খাওয়ানোর জন্য ঘোড়াটি বেঁধে রেখেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় ঘোড়াটিকে বাড়িতে নিয়ে আসার পথে রেললাইন পার হওয়ার সময় বগুড়া-সান্তাহার থেকে বোনারপাড়া দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ঘোড়াটি।

গাবতলী স্টেশন মাস্টার ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাহাদুরপুর রেল ব্রিজের কাছে রেলক্রসিংয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। খুব দ্রুত ব্যবস্থা নেবেন।’


Comments are closed.