শিরোনাম

ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল, আহত ১


।। নিউজ ডেস্ক ।।
খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা মেইল ট্রেনে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে যশোরের অভয়নগর উপজেলার আলীপুর এলাকার অনুমোদনহীন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল এবং একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জামাল হোসেন (৬০) নামে এক ট্রেন যাত্রী আহত হয়েছেন। তাঁর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোহাদী গ্রামে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা মেইল ট্রেনটি রাত ১২টা ৫০ মিনিটের দিকে আলীপুর এলাকার রেলক্রসিংটি অতিক্রম করছিল। এ সময় একটি ট্রাক সরাসরি এসে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ট্রেনের সামনের দিকের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রেনে থাকা এক যাত্রী আহত হন।

রাত আড়াইটার দিকে নওয়াপাড়া স্টেশন থেকে একটি ইঞ্জিন আলীপুর এলাকায় গিয়ে ট্রেনটি টেনে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নওয়াপাড়া স্টেশনে ফিরে আসে। সেখানে ইঞ্জিন ও ক্ষতিগ্রস্ত বগি বাদ দেওয়া হয়। এরপর অপর একটি ইঞ্জিন লাগানোর পর ভোর চারটার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে নওয়াপাড়া স্টেশন ছেড়ে যায়। রাতে অন্য কোনো ট্রেন না থাকায় চলাচলে কোনো সমস্যা হয়নি। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে ট্রাকটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলওয়ের কর্মীরা।

নওয়াপাড়া স্টেশনের সহকারী মাস্টার অনুপ মণ্ডল বলেন, আলীপুর রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। সেখানে কোনো গেট ও গেটম্যান নেই। একটি ট্রাক আলীপুর রেলক্রসিংয়ে নকশীকাঁথা মেইল ট্রেনে ধাক্কা দিয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল এবং একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বিকল ইঞ্জিন ও ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে অপর একটি ইঞ্জিনে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ভোর চারটার পরপর রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সূত্রঃ প্রথম আলো


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।