নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত কমিউটার ট্রেনের উদ্বোধন করেন। এসময় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের একক ট্রেনের দাবির প্রেক্ষিতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত চলাচলকারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হলো। ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার ১ ও ২ নামে একজোড়া ট্রেন আজ থেকে চলাচল শুরু করলো।
ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ দ্বারা চলাচল করবে। পূর্বে এ ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুর রেলপথে চলাচল করত।