শিরোনাম

চালক ছাড়াই চলবে কলকাতার মেট্রোরেল


।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সময়ের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা মেট্রোরেলে বড় পরিবর্তন আসতে চলেছে। ইতোমধ্যেই আগের সব নন-এসি বাতিল হয়েছে কলকাতা মেট্রোয়। আর এবার মেট্রোকে পুরোপুরি স্বয়ংক্রিয় করতে চলেছে কর্তৃপক্ষ। নতুন পদ্ধতিতে মেট্রো আর কোনো চালকের হাতে চলবে না।

চালক ছাড়া স্বয়ংক্রিয়ভাবেই মেট্রো চলবে কলকাতায়, এর জন্য ট্রায়াল হয় রোববার। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে এই ট্রায়াল চলে।

হিন্দুস্থান টাইমের সূত্রে জানা গেছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন চালানোর জন্য ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সেফটি কমিশনার। আর শিগগিরই কলকাতায় মেট্রো চলবে চালক ছাড়াই।

দীর্ঘ দিন ধরে ইথার তরঙ্গ-নির্ভর ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থায় এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এর মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলাচল সম্ভব।

রোববার সেক্টর ফাইভ থেকে শিয়ালদার মধ্যে প্রায় দুই ঘণ্টা এই ট্রায়াল রান চলে। এই সময়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার গতিবেগে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলাচল করে মেট্রো। নতুন ব্যবস্থায় আগের চেয়ে কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো যাবে বলে জানা গেছে।

এর আগে, ট্রেনের ১৪০ সেন্টিমিটার চওড়া গেট এবং পিএসডির দু’মিটার চওড়া গেটের মধ্যে সামঞ্জস্য রেখে ওই রুটে মেট্রোরেল দাঁড় করাতে হতো স্টেশনে। কোনো চালক কয়েক মিটার এগিয়ে গেলে তাকে অটোম্যাটিক ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম সচল করে ধীর গতিতে পিছিয়ে ঠিক জায়গায় দাঁড়াতে হতো। তবে নতুন নিয়মে তা আর করতে হবে না।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।