শিরোনাম

চালকের খামখেয়ালিতে ভাঙা লাইনের উপর দিয়ে চলল রেল


।। নিউজ ডেস্ক ।।
চালকের খামখেয়ালিতে ভাঙা লাইনের উপর দিয়ে চলছিল রেল। অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও রেলযাত্রী। ঘটতে পারতো ভয়াবহ দুর্ঘটনা। হতে পারতো জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। জানা গেছে, রেল শ্রমিকদের উড়ানো লাল নিশানার তোয়াক্কা না করে, মেরামতের সময় ভাঙা লাইনে দ্রুত গতিতে ট্রেন চালিয়েছেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক। সোমবার (২৯ জানুয়ারি) রাজশাহীর আড়ানীর বাগমারী রেলগেটে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লাঠিতে বড় লাল নিশানা পুঁতে রাজশাহী আড়ানীর বাগমারী রেলগেটে ভাঙা লাইন মেরামত করছিলেন রেলের কর্মীরা। সাথে ছিল বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ। লাইনের পাশে দাঁড়িয়ে সেই কাজ দেখছিলেন গণমাধ্যমের কর্মী ও স্থানীয়রা।

দুপুরে যাত্রী নিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি আসছিলো রাজশাহীতে। রেলের তারবার্তা আর লাল নিশানা দেখে ট্রেনটি থেমে তারপর ধীরগতিতে লাইন ভাঙার স্থানটি পার হবে – এমনটি ভেবেছিল সবাই। কিন্ত বাস্তবে ঘটেছে উল্টোটা। চালক লাইনের ওপর থাকা লাল নিশানা উড়িয়ে দিয়ে দ্রুত গতিতে ভাঙা অংশ পার হয়। এ সময় রেলের কর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সটকে পড়ে কোনরকমে নিজেদের রক্ষা করেন।

সিগন্যাল অমান্য করে দ্রুততার সাথে ভাঙা লাইন পার হওয়ায় ক্ষুব্ধ হন এলাকাবাসীও। ঘটনাস্থলের কিছুটা দূরে ট্রেন থামলে চালককে মারধর করতে উদ্যত হন তারা। ট্রেনে থাকা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকের ভুলে হতে পারতো বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি। অনেকটা অলৌকিকভাবে এ যাত্রায় পাওয়া গেছে রক্ষা।

পশ্চিমাঞ্চলের রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার বলেন, চালক যেটি করেছে সেটি চরম অন্যায়। কেন করলো সেটি জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে মঙ্গলবারই প্রতিবেদন দেয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।