শিরোনাম

চলন্ত ইঞ্জিনে কর্ণফুলী এক্সপ্রেসে ধাক্কা, আহত অর্ধশতাধিক


।। নিউজ ডেস্ক ।।
সীতাকুণ্ডে চলন্ত একটি ট্রেনের ইঞ্জিনে পেছন থেকে বিকট শব্দে আরেকটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দিয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ফৌজদারহাট কে এম হাইস্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের দুই লোকোমাস্টার আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অর্ধশতাধিক যাত্রী কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনের ওই অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ফৌজদারহাট স্টেশন অতিক্রম করার পর দুর্ঘটনার কবলে পড়ে। ওই লাইনে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ট্রেনের দুই চালক আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার নিজাম উদ্দিন। স্টেশনের দায়িত্ব শেষে মাকে নিয়ে চট্টগ্রাম নগরে ফিরছিলেন তিনি। নিজাম উদ্দিন বলেন, ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি যাত্রীতে ঠাসা ছিল। ডিউটি শেষে তিনি বাসায় ফিরছিলেন। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে চট্টগ্রামমুখী লেন ধরে একটি ইঞ্জিন ধীরে ধীরে যাচ্ছিল। পেছন থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তাঁরা হুড়মুড়িয়ে পড়েন। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। ট্রেনের ভেতরে অনেকেই আহত হয়েছেন।

ফৌজদারহাট রেলস্টেশনের মাস্টার মোবারক হোসাইন বলেন, তিনি ঘটনা শুনে স্টেশনের দিকে যাচ্ছেন। কীভাবে কী হয়েছে, এখনো পুরোপুরি তিনি জানতে পারেননি।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।