শিরোনাম

চট্টগ্রাম-নাজিরহাট সেকশন লাইন পরিদর্শনে রেলওয়ের কর্মকর্তারা

চট্টগ্রাম-নাজিরহাট সেকশন লাইন পরিদর্শনে রেলওয়ের কর্মকর্তারা

 চট্টগ্রাম থেকে নাজিরহাট সেকশন লাইন পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিদর্শন করেন তারা।

পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমানের নেতৃত্বে মোটরট্রলি যোগে ঝাউতলা, ষোলশহর, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, ফতেয়াবাদ, হাটহাজারী, সরকার হাট, নাজির হাট রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইন ব্রিজ-কালভার্ট পরিদর্শন করা হয়।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিএমই মো. ওয়াহিদুর রহমান, এইএন-১ চট্টগ্রাম মো. আওলাদ হোসেন, এটিও চট্টগ্রাম মনিরুজ্জামান, টিআই এনামুল হক সিকদার, এসএসএই ওয়ে ষোলশহর মোহাম্মদ সাইফুল্লাহ, এসএসএই সিগন্যাল মো. নূরুল ইসলাম ও এএসআই আরএনবি মোহাম্মদ শওকত হোসেন পরিদর্শন টিমে ছিলেন।

পরিদর্শনে লাইনের কোনো সমস্যা আছে কি-না তা পরীক্ষা করা হয়। এ ছাড়া সেকশন লাইন তদারকি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম , আগস্ট ১২, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.