শিরোনাম

কোটা সংস্কার আন্দোলনে বিপর্যস্ত পশ্চিমাঞ্চল রেলের শিডিউল


।। নিউজ ডেস্ক ।।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুক্রবার (১২ জুলাই) রাত ১০টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহ একাত্মতা পোষণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে এই ঘোষণা দেওয়ার পর রেলপথেই অবস্থান করেছেন। পরে রাত ৯টা পর্যন্ত অবরোধ চলে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যেতে পারেনি সঠিক সময়ে। আর ঢাকা থেকে আসা ট্রেনও রাজশাহীতে ঢুকতে পারেনি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

যাত্রীরা জানান, কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করেই রেলপথ অবরোধ করছেন শিক্ষার্থীরা। এতে যাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে। সঠিক সময়ে তারা পৌঁছাতে পারছেন না।

রহনপুর থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনের যাত্রী অর্ণব হাসান শুক্রবার বলেন, কমিউটার ট্রেনে টিকিট কেটেও সঠিক সময়ে যাওয়ার কোনো পথ নেই। সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। কিন্তু অবরোধের কারণে রাত ৯টায়ও যেতে পারেনি। যাত্রীদের অনেকেই রাজশাহীতে ডাক্তার দেখিয়ে এ ট্রেনে মাত্র ৬০ টাকা ভাড়ায় ঈশ্বরদী ফিরে যান। কিন্তু অবরোধের কারণে তাদের কষ্টের সীমা থাকছে না।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রেলপথ অবরোধ না করেও আন্দোলন করতে পারতেন। জনদুর্ভোগ হচ্ছে– এ বিষয়টি কেন তাদের মাথায় ঢুকছে না। শান্তিপূর্ণ আন্দোলন করলে ক্ষতি কী?

রাজশাহী রেলস্টেশনের মাস্টার আব্দুল করিম জানান, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ছিল না। টানা দু’দিনের অবরোধে চরম শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ছেড়ে যাওয়ার কথা ছিল ঢালারচর এক্সপ্রেসের, সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রহনপুর থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন সাড়ে ৬টায় ছাড়ার কথা ছিল। কোনোটাই সঠিক সময়ে ছাড়া সম্ভব হয়নি। বাংলাবান্ধা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা– এগুলোর শিডিউল বিপর্যয় হয়েছে। সামনের দিনগুলোতে অবরোধ চলতে থাকলে শিডিউল বিপর্যয় চরম আকারে যাবে।

পশ্চিমাঞ্চলের রেলের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম জানান, রেলপথ অবরোধ করলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ হয়। কারণ, ট্রেন সব শ্রেণির মানুষের পরিবহন। রেলপথ অবরোধে ট্রেনের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না।

আন্দোলনকারী শিক্ষার্থী তাবাসসুম জান্নাত ও সুমাইয়া ইসলাম বলেন, ট্রেন অবরোধ করলে মানুষের দুর্ভোগ হয়, তা তারা জানেন। সরকারের দায়িত্ববানরা তাদের দাবি মেনে নিলেই এ দুর্ভোগ আর হবে না। যতক্ষণ দাবি মানা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

সূত্রঃ সমকাল


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।