জরীফ উদ্দীন:
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর রেল স্টেশনে রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে রেলপথ মন্ত্রণালয় দিবস পালিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, গণকমিটির উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন, জেলা কমিটির কার্যকরী সদস্য মাসুম করিম,জরীফ উদ্দিন,মিনহাজ মিজান, ওমর ফারুক প্রমূখ ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, রেলওয়ের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, রেল বাজেট বৃদ্ধি, রেললাইন, লোকোমোটিভ ও কোচ বৃদ্ধিসহ হাজার হাজার কোটি টাকার প্রকল্প সম্পূর্ণ হয়েছে। কিন্তু এর তেমন কোন সুফল না এই অঞ্চলের মানুষ ।যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ছাড়া কুড়িগ্রাম জেলার মানুষের উন্নয়ন সম্ভব না । আর যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করতে হলে চিলমারী টু ঢাকা আন্ত:নগর ট্রেন চালু প্রয়োজন এবং আসন্ন নির্বাচনে চিলমারী টু ঢাকা আন্ত:নগর ট্রেন চালু প্রতিশ্রুতি দাবি জানান ।
এর আগে চিলমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ট্রেনটির যাত্রী ও রেল কর্মকর্তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা ।