।। নিউজ ডেস্ক ।।
একসময় দেশের রেল যোগাযোগের প্রাণকেন্দ্র ছিল কুষ্টিয়ার জগতি রেল স্টেশন। শুক্রবার (১৫ নভেম্বর) এই স্টেশনটির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয়রা নকশিকাঁথা ট্রেনের যাত্রাবিরতিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিকেল পৌনে ৫টায় বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্থানীয়দের দ্বারা আটকে দেওয়া হয়। তারা ট্রেনের যাত্রাবিরতি ও অন্যান্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন। রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসে আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
বিক্ষোভের অংশ হিসেবে স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা এবং কেক কাটার আয়োজনও করা হয়। এই আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দাবি আদায়ের আন্দোলনে যোগ দেওয়া রফিকউল আলম বলেন, “এক সময় ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হিসেবে পালন করা হতো। ২০১৯-২০-২১ সালে আমরা রেল দিবস পালন করতে দেখেছি। কিন্তু বর্তমানে সেটাও হয় না, আমরা স্থানীয়রা এটি পালন করে আসছি।”
অবশেষে, রেলওয়ে কর্মকর্তার আশ্বাসের বাস্তবায়ন দেখা যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগতি স্টেশনে নকশিকাঁথা মেইল ট্রেন যাত্রাবিরতি করলে বিক্ষুব্ধ জনতা উল্লাস প্রকাশ করেন।
রেলওয়ে কর্মকর্তা মাহবুবউল ইসলাম জানান, “ইতোমধ্যে আজ থেকেই নকশিকাঁথা মেইল ট্রেন এখানে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। প্রথম রেলস্টেশন হিসেবে স্থানীয়দের চাওয়া-পাওয়া যৌক্তিক, যা পূরণের চেষ্টা করা হবে।”