শিরোনাম

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু


।। রেল নিউজ ।।
রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় বিল্লাল শিকদার (৩৭) নামে এক যুবক মারা গেছেন। তিনি জুতা ব্যবসায়ী ছিলেন।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিল্লাল শিকদার রেল অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিনি মোবাইলে কথা বলছিলেন।

তিনি আরও জানান, মৃত বিল্লাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে বাড্ডার নতুনবাজার এলাকায় থাকতেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Comments are closed.