।। রেল নিউজ ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের এক পাশে মাথা ও অন্যপাশে দেহ পড়ে ছিল। তবে স্থানীয়রা ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন।
বারোবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বারবাজার স্টেশনের সন্নিকটে ২১নং ব্রীজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাঁটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।
Related posts:
রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ফের আন্দোলনে নামবেন রনি
২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে আন্তঃনগর ট্রেন
বিপুল বিনিয়োগেও গতি বাড়েনি রেলে
চট্টগ্রাম-নাজিরহাট সেকশন লাইন পরিদর্শনে রেলওয়ের কর্মকর্তারা
৩০ বছরে কিনতে হবে ৪৭৪টি ইঞ্জিন ও পাঁচ হাজার ১৪৩ কোচ (পর্ব-৩)
রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ
সেলিম রেজা রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু