শিরোনাম

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

।। রেল নিউজ ।।
কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাজধানীর মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর। ওই শিক্ষার্থীর নাম রাফিন আহমেদ (১৯)।

শনিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। তিনি একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা যায়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর আনুমানিক দুইটার দিকে দক্ষিণখান কসাইবাড়ি রেলগেট এলাকায় রেললাইন দিয়ে কানে হেডফোন লাগিয়ে যাওয়ার সময়ে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি খেয়াল করেনি।

ঘটনার পর পথচারীরা তাঁকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে জানা যায়, দক্ষিণখান গাড়িরবাজার এলাকার প্রবাসী সোহেল আহামেদের ছেলে রাফিন।

উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।


Comments are closed.