।। নিউজ ডেস্ক ।।
ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা দায়িত্ববোধের অভাবে ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ‘ঈশ্বরদীতে ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে, এটিকে দায়িত্ববোধের অভাব বলে আমার মনে হয়েছে। একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বেন, এটা কোনোভাবেই আশা করা যায় না।’
আজ বুধবার সকালে পাংশা ডাক-বাংলোয় গার্ড অব অনার প্রদান শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বিষয়টি খুবই অনভিপ্রেত। এ বিষয়ে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আশা করব সবাই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সব রকম দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষা করবে।’
তিনি আরও বলেন, পাবনার ঈশ্বরদীর ঘটনায় ইতোমধ্যে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে।
সূত্রঃ আজকের পত্রিকা