নিউজ ডেস্ক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদের আগে ঢাকা-পঞ্চগড় রুটে আরেকটি নতুন ট্রেন চালু হচ্ছে।
সোমবার বিকালে ঠাকুরগাঁও শিবগঞ্জ এলাকায় অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের যে দাবিদাওয়া এবং মানুষের যে চাহিদার দিকে লক্ষ রেখে রাষ্ট্র পরিচালনা করছেন। বিশেষ করে ঠাকুরগাঁও-পঞ্চগড় এলাকার মানুষকে কখনও হতাশ করেননি তিনি।
তিনি বলেন, ঢাকায় ফিরে এ বিমানবন্দর চালুর বিষয়ে বিমানমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি তুলে ধরব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মুনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী ও অন্যরা।
সুত্র:যুগান্তর, ১৫ এপ্রিল ২০১৯